ফ্রেন্ডস ফেডারেশন এসএসসি ১৯৯৮- এইচএসসি ২০০০ এর উদ্যোগে ইফতার প্রোগ্রাম- ২০২৫ Join the Event

ঐক্যের-৯৮ প্রোগ্রামের টিকিট সংগ্রহ

ঐক্যের-৯৮ প্রোগ্রামের টিকিট সংগ্রহ

গত ১৫.১০.২০২২ থেকে FRIENDS FEDERATION 98 [SSC98_HSC2000] এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী এবং এসএসসি ৯৮ ব্যাচের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত ঐক্যের-৯৮ প্রোগ্রামের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এরই ধারাবিকতায় আজ সাভার উপজেলার জন্য কিছু নাম প্রদান করছি যাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করা যাবে রেজিস্ট্রেশন করার লক্ষ্যে।
যাদের নিকট টিকেট আছে এবং তোমরা সংগ্রহ করতে পারবে :
১. Samiul Pappu (সাভার) - ০১৯৮১৯১৯৫৬৭
২. Nazib Khan Nipu (জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলাকা, সাভার)- ০১৯৪৪২০৫৯২৭
৩. Shahriar Arefin Hawlader (সাভার)-
প্রতিদিন টিকেট প্রাপ্তির স্থান এবং বন্ধুদের নাম এখানে যুক্ত করা হবে । এবং তা ঘোষণার মাধ্যমে জানানো হবে।
বি:দ্র: সামিউল পাপ্পুর সাথে যোগাযোগ করতে চাইলে লাজ ফার্মা, থানা রোড সাভার এ যোগাযোগ করতে পারো। শাহরিয়ার আরেফিন সিদ্দিকী এর সাথে যোগাযোগ করতে চাইলে সাভার বন্ধু সংগঠন, সাভার বাজার, সাভারে যোগাযোগ করতে পারো।

Powered by autofyBit Developed by autofy Solutions